সোমবার, ৩ জুলাই, ২০১৭

প্রথম ঋণ

প্রথম ঋণ
Image may contain: one or more people, sky, mountain, cloud, tree, outdoor, nature and waterনিধুভূষণ দাস 

কেউ  বলে, মাকে প্রণাম  করা পাপ
আবার  এও শুনি 'জননী  জন্মভূমিশ্চ
স্বর্গাদপি  গরিয়সী '
জন্ম আমার মাতৃজঠরেই
প্রথম ঋণ  আমার মায়ের কাছেই ,জানি

যদিও  দেখি  সভ্য  প্রাণীর  দল  আমরা
বেমালুম ভুলে  গেছি
হরপ্পা,মিশর ,সুমের  সভ্যতা
নদীরই দান।

আমাদের পূর্বপুরেষেরা কৃতজ্ঞতায়
মাতৃরূপে বন্দনা করতেন যারে
তিনি  আজ আমাদেরই হাতে  বন্দিনী
গঙ্গা ,বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, কাপ্তাই
সবাই আজ চরম দুর্দশায়।

স্টিফেন হকিংকে  পাগল ঠাওরাই
তিনি বলে চলেছেন, হারিয়ে যাবে পৃথিবী
এখনই খুঁজতে  হবে নতুন  ঠিকানা
 কেয়ামতের  কথা  আমরা  দিব্যি  ভুলে আছি !

 


শুক্রবার, ১৬ জুন, ২০১৭

সঙ্গে আছে দাউদভাই

সঙ্গে আছে দাউদভাই
নিধুভূষণ দাস 


আমার বলার কিছু  নেই
শুধু নিজের  কথা  ভেবেছি
যদিও দাবি করি
তোমরাই সব আমার।

তোমরা বোকার মতো প্রশ্ন তোলো
"হঠাত কমলার মতো
হলো যে মুখখানা ,এতো বৈভব
কোথা থেকে এলো মহোদয় ?

হিসাব চাই,হিসাব দাও,  মহাশয়!"
চোপ ,বেয়াদপ সব 
আমার বলার কিছু  নেই
আছে শুধু থরে থরে সাজানো অস্ত্র।

লড়াই লড়াই লড়াই চাই
সঙ্গে আছে দাউদভাই।



বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

চুপ ,আজ শুভরাত




চুপ ,আজ শুভরাত 
নিধুভূষণ দাস 

চুপ ,কোনো কথা নয়,
এই  শুভ রাতে।
শোনো গুলি ,বিস্ফোরণ
কাছে কোথাও চলছে আদম নিধন
চলো বসে থাকি ঠোঁটে ঠোঁট রেখে।

কাঁদতে নেই সোনা,ভয় কেনো
লাভ কি তাতে,বলো ?
আসমানী  জহ্লাদ আজ  চারদিকে
ভূস্বর্গে,মানচেস্টারে ,জাকার্তায়।

যা হবার হবে,ওরা মারতে জানে
কোমরে বিস্ফোরক-বেল্ট ,কারো
কাঁধে প্রিয় ইনসাস,হাতে প্রেয়সী গ্রেনেড
সঙ্গে বেয়োনেট,চোখে মৃত্যদূতের উল্লাস।

এই শুভ রাতে, মিলনের সুখ হোক
আমাদের অমরত্বের হাতিয়ার।
.