মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

জন্মদিনে



   

জন্মদিনে  
নিধুভূষণ দাস

চৌষট্টিতম  দোসরা অক্টোবর  আমার  
চোদ্দই  আশ্বিন ,আলোকবর্ষের  হিসেবে 
বড়োজোর  ভ্রূণাবস্থা। তাও হতো কী? যদিনা  
তোমরা জন্মদিনের শুভেচ্ছা  জানাতে।

অনামিকা ,কণিকা ,অন্যা ,লতিফ, সুমন,
আম্মুও জানালো অনেক শুভেচ্ছা। 
আপ্লুত হলাম ,সৃষ্টির অর্থ নিয়ে শিশুর ছেলেখেলা। 

তোমরা কেমন নিতান্তই অবুঝ 
হারানোর ভয়ে হয়েছে  মতিভ্রম 
জন্মদিন কি আলাদা হয় ,সময় কি  মাপা যায় ?
সময় তো  দেখিনা আমরা 
কল্পনা করি শুধু পার্থিব অভিজ্ঞতায়। 

প্লেটো তো  বলেছেনই, অনেক  আগে ,
দেখাটা সত্যের অনুকৃত  রূপ ,আসল সত্য নয়। 
বোন কণিকা আজ বললে ,"অস্তগামী সূর্য  দেখে 
মনে হয় জীবনও অস্ত যাবে একদিন।"
জানোনা বুঝি নক্ষত্র মাত্রই চির ভাস্বর। 

সেদিন বিক্রমকে বলেছিলাম ,"আমরা চিরতরুণ বন্ধু  সবাই "
নক্ষত্রদের সাক্ষী রেখে বালি ,"আমরা যেমন  আছি 
তেমনই  থাকবো, অন্তহীন ভালোবাসায় 
বিক্রম,তুমি,আমি,আমরা সবাই।"

সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

বাবা-দাসীর গল্প 
নিধুভূষণ দাস 


এক সাধ্বীর  কারসাজিতে  বাবা 
আজ কয়েদি,ভক্তরা তা  মানবেন কেনো ?
ঈশ্বরের ধর্মদূত বাবা ধর্ষণে লিপ্ত
এও  বিশ্বাসযোগ্য ?

সাধ্বীরা তার  'মাফি ' পায় 
আশীর্বাদসম বাবার এই  মিলন।

আদালতে বাবা দোষী সাব্যস্ত
তার বৈভবে আবিষ্ট
ভক্তসেনা  তাই হিংসায়  উন্মত্ত
ত্রাহি ত্রাহি জনজীবন।
 
 
 

সোমবার, ৩ জুলাই, ২০১৭

প্রথম ঋণ

প্রথম ঋণ
Image may contain: one or more people, sky, mountain, cloud, tree, outdoor, nature and waterনিধুভূষণ দাস 

কেউ  বলে, মাকে প্রণাম  করা পাপ
আবার  এও শুনি 'জননী  জন্মভূমিশ্চ
স্বর্গাদপি  গরিয়সী '
জন্ম আমার মাতৃজঠরেই
প্রথম ঋণ  আমার মায়ের কাছেই ,জানি

যদিও  দেখি  সভ্য  প্রাণীর  দল  আমরা
বেমালুম ভুলে  গেছি
হরপ্পা,মিশর ,সুমের  সভ্যতা
নদীরই দান।

আমাদের পূর্বপুরেষেরা কৃতজ্ঞতায়
মাতৃরূপে বন্দনা করতেন যারে
তিনি  আজ আমাদেরই হাতে  বন্দিনী
গঙ্গা ,বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, কাপ্তাই
সবাই আজ চরম দুর্দশায়।

স্টিফেন হকিংকে  পাগল ঠাওরাই
তিনি বলে চলেছেন, হারিয়ে যাবে পৃথিবী
এখনই খুঁজতে  হবে নতুন  ঠিকানা
 কেয়ামতের  কথা  আমরা  দিব্যি  ভুলে আছি !