শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

স্মৃতিতে অবিনশ্বর

 নিধুভূষণ দাস


যে ভাস্কর্য ভেঙ্গে দিলে তোমরা

পঁয়তাল্লিশ বছর আগে যে ফুল 

ছিঁড়ে ফেলেছিলে নিছক প্রতিহিংসায়

তার স্মৃতি কি মুছে দিতে পেরেছো

তুমি মধ্যযুগীয় নির্মমতায়?


নশ্বর জীবনে কিছু কিছু মানুষ

অবিনশ্বর হয়ে যায় অম্লান কীর্তিতে

হিংস্রতায় নেভেনা সেই অনির্বান স্মৃতি


ভেবে দেখ,তুমি যে নবীকে মানো

শ্রদ্ধায়,ভালবাসায় তার কায়া  ভেসে

ওঠে তোমার মনের আঙ্গিনায়

সেই মূর্তি ভাঙ্গবে কোন অবিশ্বাসে!


অবিনশ্বর যিনি পিতৃঘাতী পিশাচের

ছোঁয়ার বাইরে তিনি

যে ফুল ছিঁড়েছিলে তুমি 

যুগে যুগে তাই প্রস্ফুটিত হয়-

ভাস্কর্যে,কবিতায়,গানে ও ক্যানভাসে।

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে

 ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে 

নিধুভূষণ দাস



আর কতদিন দূরে দূরে থাকা

আর কত‌ সমাজ থেকে আলগা

হওয়া, শারীরিক বন্ধন মুছে ফেলা

আবেগের আবেদন অস্বীকার করা

এই নিষ্ঠুর সময়ে মানসিক দূরত্ব

গড়ে তুলে সমাজটাই ভেঙ্গে দেওয়া?


সমাজ নেই তো ভালবাসা নেই

ভালবাসা নেই তো আবেগ নেই

আবেগ নেই তো হৃদয় নেই

হৃদয় নেই তো অশ্রু নেই

অশ্রু নেই তো জীবন নেই।


তাহলে কি ভাব নয়, বিজ্ঞান

মানুষ নয়,রোবট,বোধ নয়

কৃত্রিম বুদ্ধিই ভবিতব্য তোমার

হে নিয়েনডার্থেলের উত্তরসূরী!


আশ্বিনে চলছে শ্রাবনের ধারা

মেঘে ঢাকা আকাশে গর্জন-

এই বুঝি জীবনের ভাষা

আবেগী মন নিয়ে বেঁচে থাকার

অবলম্বন এই করোনা-সময়ে

ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে !


শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

সভ্যতা উপদেশ দিতে জানে

 সভ্যতা উপদেশ দিতে জানে

নিধুভূষণ দাস


"ও দাদা ধরুন না একটু,ও দাদা

আপনার তো মুখে মাস্ক আছে,

ধরুন না একটু! আমি একা‌ পারি?"


হে অসাহায় রমনী, জানেন না বুঝি?

মানুষের মুখে মাস্ক থাকে বরাবরই-

ধূর্ততা ঢাকতে মাস্ক পরতেই হয়।


তিলোত্তমা কলকাতার খুব কাছে

 এক হাসপাতাল চত্বরে সেদিন

 কোনো এক কোভিড রোগীর

স্ত্রীর এই আকুল ডাকে সাড়া মেলেনি।


তবে অযাচিত উপদেশ মিলেছে:" উঠে

পড়ুন কাকা,উঠতে পরলেই বেঁচে

যাবেন",স্ত্রী হাত ধরে প্রাণপন

টানছিলেন,তিনি উঠতে পারেননি।


নিজের পায়ে‌ দাঁড়াতে না পারলে

অন্যের উপদেশে ‌ বাঁচা যায়না,

এটাই সভ্যতার প্রথম পাঠ

সভ্যতাগর্বী বাংলায়;দ্বিতীয় পাঠ:

সভ্যতার সঙ্গে মানবতার কোনো

সম্পর্ক নেই,সভ্যতার মূল অর্থ

 আত্মস্বার্থ সংরক্ষণ,মগুজে 

শ্রেষ্ঠ প্রাণী ধূর্ততায় বাঁচে মরে।


কোভিড তো এই সভ্যতারই দান,

প্রক‌তির বিরুদ্ধে লোভাতুর মানুষের

 জেহাদের অনিবার্য ফল।



এখন বুঝবেন স্বামী-হারানো

অসহায় স্ত্রী,তাকে‌ বাঁচতে হবে

নিজের জোরে, হৃদয়বান বন্য

 কিংবা উদাসীন সাধুর‌ মতো।