সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সুস্বাগতম দুহাজার একুশ

 সুস্বাগতম দুহাজার একুশ

নিধুভূষণ দাস


আমার অনেকটা আকাশ নিয়ে

গেলে জানি,এই-আছি-এই-নেই

জীবনে এখনেই নোঙর আমার

এও জানি,এখন পলকে তখন হয়ে যায়


এতদিনে  কতটা সময় ফেলে

এলাম উজানে, ‌ভাবি এই সংক্রান্তির

সকালে,স্মৃতির গুন টেনে উজানে

 যেতে পারি, কিন্তু ভাটার টান 

অস্বীকার করি কী করে?

মাঝির ভাটিয়ালি সুরে যে

বয়ে যায় বিরহের আকুলতা!


কেউ চলে গেলে,কেউ আসে

এইতো নিয়ম চিরদিন

প্রয়াণের মতো আগমন,

বিসর্জন ও আবাহন সমান সত্য


চলে যাবে তুমি প্রিয় শীত,আসিবে

নতুন‌ বসন্ত চলতি সহস্রাব্দের

নতুন একুশে, ফিরে আসবে তুমিও

নিয়ে আবার স্বাদু খেজুরের রস।

সুস্বাগতম দুহাজার একুশ!

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

স্মৃতিতে অবিনশ্বর

 নিধুভূষণ দাস


যে ভাস্কর্য ভেঙ্গে দিলে তোমরা

পঁয়তাল্লিশ বছর আগে যে ফুল 

ছিঁড়ে ফেলেছিলে নিছক প্রতিহিংসায়

তার স্মৃতি কি মুছে দিতে পেরেছো

তুমি মধ্যযুগীয় নির্মমতায়?


নশ্বর জীবনে কিছু কিছু মানুষ

অবিনশ্বর হয়ে যায় অম্লান কীর্তিতে

হিংস্রতায় নেভেনা সেই অনির্বান স্মৃতি


ভেবে দেখ,তুমি যে নবীকে মানো

শ্রদ্ধায়,ভালবাসায় তার কায়া  ভেসে

ওঠে তোমার মনের আঙ্গিনায়

সেই মূর্তি ভাঙ্গবে কোন অবিশ্বাসে!


অবিনশ্বর যিনি পিতৃঘাতী পিশাচের

ছোঁয়ার বাইরে তিনি

যে ফুল ছিঁড়েছিলে তুমি 

যুগে যুগে তাই প্রস্ফুটিত হয়-

ভাস্কর্যে,কবিতায়,গানে ও ক্যানভাসে।

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে

 ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে 

নিধুভূষণ দাস



আর কতদিন দূরে দূরে থাকা

আর কত‌ সমাজ থেকে আলগা

হওয়া, শারীরিক বন্ধন মুছে ফেলা

আবেগের আবেদন অস্বীকার করা

এই নিষ্ঠুর সময়ে মানসিক দূরত্ব

গড়ে তুলে সমাজটাই ভেঙ্গে দেওয়া?


সমাজ নেই তো ভালবাসা নেই

ভালবাসা নেই তো আবেগ নেই

আবেগ নেই তো হৃদয় নেই

হৃদয় নেই তো অশ্রু নেই

অশ্রু নেই তো জীবন নেই।


তাহলে কি ভাব নয়, বিজ্ঞান

মানুষ নয়,রোবট,বোধ নয়

কৃত্রিম বুদ্ধিই ভবিতব্য তোমার

হে নিয়েনডার্থেলের উত্তরসূরী!


আশ্বিনে চলছে শ্রাবনের ধারা

মেঘে ঢাকা আকাশে গর্জন-

এই বুঝি জীবনের ভাষা

আবেগী মন নিয়ে বেঁচে থাকার

অবলম্বন এই করোনা-সময়ে

ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে !