বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

কলিঙ্গ জয়ে

 কলিঙ্গ জয়ে

নিধুভূষণ দাস


অনুরোধ অনুব্রত আর নয়

অর্থহীন আস্ফালন 

অনেক তো দেখলাম ঝড়ের তান্ডব!


যুদ্ধে জানি বিষাক্ত বিকিরণে ধ্বংস

হয় হিরোসিমা,রক্তের হোলি খেলায়

সম্রাটের কলিঙ্গ বিজয়,হারে জনগণ

মরনের কাছে পরাজিত হয় জীবন।


এবার না হয় ভাবি একবার 

কারো অভিষেকে প্রজার কি আসে যায়

রাজাই বা কতটা জনগণেশের কথা

ভাবতে পারেন রাজনীতির ব্যস্ততায়।


ভোট দেয় প্রজা,ভয়ে কিংবা ভালবাসায়

ভেবে দেন ক'জন কে জানে

আমাদের এই বৃহত্তম গণতন্ত্রে

জনগনের মূল্য কতটা কলিঙ্গ জয়ে?

শুক্রবার, ২৮ মে, ২০২১

অলীক স্বর্গে‌ ভাল আছি

 নিধুভূষণ দাস


কেমন আছো,তোমরা সবাই!

ভাল,খুব ভাল - ভাইরাসের সঙ্গে

যুদ্ধে, হিংসার সংসার থেকে পালিয়ে

আবার উদ্বাস্তু শিবিরে

ভাল আছি,ঢের ভাল।


এর‌ চেয়ে ভাল আর‌ কিছু

হয় না,শৈশব-কৈশোরের প্রিয় নদী,

জন্মস্থান ছেড়ে একদিন সঙ্গোপনে

স্বর্গ ভেবে শরণ নিয়েছিলাম যেথায়

সেইখানে বিপন্নবোধে তুমি সতত পড় মনে

প্রিয় সহচরী,আমার শীতলক্ষ্যা।


বিশ্বাস কর,ভাল নেই আমি

কানে কানে এই কথা তোমাকেই বলি

দেয়ালেরও কান‌ আছে‌ জানি।


ভাল নেই,এই কথা‌ তোমাকেই

বলতে পারি ফেলে আসা সহচরী।


ভাল থাকা সহজ নয়,ভাল রাখে

না কেউ, ভাল থাকতে হয়,

বলেছিলে তুমি যেদিন তোমাকে

ছেড়েছিলাম অলীক স্বর্গের হাতছানিতে।


সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সুস্বাগতম দুহাজার একুশ

 সুস্বাগতম দুহাজার একুশ

নিধুভূষণ দাস


আমার অনেকটা আকাশ নিয়ে

গেলে জানি,এই-আছি-এই-নেই

জীবনে এখনেই নোঙর আমার

এও জানি,এখন পলকে তখন হয়ে যায়


এতদিনে  কতটা সময় ফেলে

এলাম উজানে, ‌ভাবি এই সংক্রান্তির

সকালে,স্মৃতির গুন টেনে উজানে

 যেতে পারি, কিন্তু ভাটার টান 

অস্বীকার করি কী করে?

মাঝির ভাটিয়ালি সুরে যে

বয়ে যায় বিরহের আকুলতা!


কেউ চলে গেলে,কেউ আসে

এইতো নিয়ম চিরদিন

প্রয়াণের মতো আগমন,

বিসর্জন ও আবাহন সমান সত্য


চলে যাবে তুমি প্রিয় শীত,আসিবে

নতুন‌ বসন্ত চলতি সহস্রাব্দের

নতুন একুশে, ফিরে আসবে তুমিও

নিয়ে আবার স্বাদু খেজুরের রস।

সুস্বাগতম দুহাজার একুশ!