শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

দেবদাসীর বিলাপ





দেবদাসীর বিলাপ 

নিধুভূষণ দাস 




যে তোমাকে বলেছিলো দেবে ঈশ্বর প্রাপ্তির  সুখ
আজ তাকে সোজা  বলো
 তফাত  বিস্তর তোমাতে আমাতে
তুমি যারে সুখ ভাবো সে আমার অসুখ
দেবদাসীর  কি সুখের জীবন ?

আমি তো  চাইনি  হতে
 ভন্ড সাধকের ভোগ্যপণ্য
তুমি তো  বলেছিলে দেখাবে
ইশ্বর সাধনার পথ
হায় ভগবান এই কী দেবালয় !

তোমার লালসায় হারালাম সব
আমি তো চাইনি অপ্সরার জীবন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন