রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

কালনির্নয় পাঠ




কালনির্নয় পাঠ 

নিধুভূষণ দাস 


এখন কোন কাল ?
কী করে বলি ,বলোতো  দেখি !
কেনো মেঘ,বৃষ্টি ,শিশির ,কুয়াশা
দেখতে পাওনা বুঝি  ?
তোমার মতো মনের চশমা  আছে কোথায় আমার ,বলো।

পাখির কূজন ,ভোমরার গুঞ্জন,মাছির ভনভন
শুনতে কি পাওনা  একদম ?
হাঁ,কাক ডাকে শুনি প্রতিদিন।
সারা বছর থাকি মশারির নিচে
তাও নিতে হয় এন্কেফেলাইটিসের টিকা
ঋতু  কখন কোনটা ,কী করে বলবো বলো।

গরম কাপড় কি পরো না কোনোদিন ?
পরি,তবে ওটা  তো নিছক ফর্মাল ড্রেস
আর,শোনো, এখন মোষের শিং কাঁপেনা কোনদিন।

কৃষ্ণচূড়ায় কি ফোটেনা ফুল ?
ফোটে ,তবে তাতে আসেনা  যৌবন মনে
এসএমএস,ফেসবুকে ভালোবাসাবাসি
এই আছে,এই নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন