বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪



তুমি খুব ভালো আছো 

নিধুভূষণ দাস 




শৈশবে  কী খেয়ালে একদিন লাগিয়েছিলাম এক আমের চারা
সে এখন আমার মতোই  বড়ো ,বয়স যদিও কম পাঁচ বছর
গ্রীষ্মে  এখনও সে ফল  দেয় ,খরতাপে দেয় শীতল ছায়া
বাতাসে দোলে  যখন তার ডালপালা ,বিশ্বাস হয় ডাকছে আমাকে
ছুটে যাই  তার  তলায়,যেমন যেতাম এক সময় তোমাকে  নিয়ে
জানো তুমিও, সে কোনোদিন করেনি  অমর্যাদা এই  বিশ্বাসের
দিয়েছে পাকা ফল মনের মতো ,তুমি বলতে "বন্ধু পরম "
এখনও বন্ধুত্বে অকৃত্রিম আমরা দুজন ,শুধু থাকলেনা  তুমি

আজও সে যেনো  বারবার খোঁজে তোমাকে ,অস্ফুটে শুধোয়  "কোথায় অনুসূয়া?"
আমি তারে  বলি "ও ভালো আছে সুদূরে  কংক্রীটের  জঙ্গলে,খুব ভালো আছে।

সোমবার, ২৮ জুলাই, ২০১৪




বুদ্ধের অনুভব 

নিধুভূষণ দাস 


ঈদও পারেনা  আনন্দ  আনতে
যখন মনে পড়ে হারানো স্বজনকে।

এক ঈদের দিনেই চলে যায় অগ্রজ  আমার
জানি, আর  আসবেনা ফিরে কোনোদিন
কিন্তু অপাপবিদ্ধ মুখটি ভুলতে পারিনা যে
চাইও না সেই ছবি মুছে যাক হৃদয় থেকে।

বুঝি  বিষাদই পরম সত্য
জীবনে যা দিতে  পারে বুদ্ধের অনুভব। 

রবিবার, ২০ জুলাই, ২০১৪



কথা  রাখবো 

নিধুভূষণ দাস 


কথা দিলাম  কথা রাখবো
এ শুধু কথার কথা নয়
আকাশ সাক্ষী সূর্য-তারার সামনে
দৃপ্ত শপথ ,কথা  রাখবো।

এখন বলো তুমি কী করবে
পারবে কি হাত ধরতে
কন্ঠে কন্ঠ মেলাতে
সব বাধাকে হার মানাতে?

কথা দিলাম ,যদি ধরো  হাত
প্রয়োজনে যেতে পারি দেশান্তরে
তুমি বলো কতটা কী করতে পারো
কথা দিলাম কথা রাখবো।