মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪





 শারদ মুখ 

নিধুভূষণ দাস 



শীর্ণকায় নদী , সাদা মেঘে  রোদের  আলপনা
বাংলার  গ্রামের দৃশ্যপট এখন ,শান্ত নিসর্গে  
নিরাপদ মাছেরাও অহিংসার  মরশুমে।

চলো যাই ,দেখে আসি  নিরাপদ ভুবন
দূষণের শহর থেকে  দূরে অনাবিল গ্রামে
বাংলার নদীতীরে ,যেখানে আকাশ
আর নদী মিশে যেতে পারে অনায়াসে।

শারদীয়া উত্সব  হয় এখন
ইউরোপ-আমেরিকায়ও
কিন্তু এমন প্রশান্ত শারদ মুখ
আছে শুধু বাংলারই।

চলো  যাই দেখে আসি  নদী আর আকাশের  শুভ্র  রূপ। 

বুধবার, ২০ আগস্ট, ২০১৪


ছনের ঘর স্বপ্ন দেখে

নিধুভূষণ দাস 

টাপুরটুপুর  বৃষ্টি পড়ে
ছনের ঘর স্বপ্ন দেখে
মাথলা মাথায় ধান ক্ষেতে
আবুল অমল কাজ করে।

পাঁচ তারায় নোট ওড়ে
উড়াল পুলের নিচে
পট্লাদের রাত কাটে
সময় দিব্যি বয়ে চলে।

বাতানুকূল ঘরে ওরা
দেশের কথা ভাবে
বিত্তবানদের ভালো রাখার  পথ খোঁজে
আবুল অমল পট্লারা গতর খাটে। 

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪



নায়কের বিদায় 

নিধুভূষণ দাস 



"Man is born free,and everywhere he is in chains"
বলে গেছেন রুশো ,"তোমরা আমাকে রক্ত দাও ,আমি দেবো স্বাধীনতা
তোমাদের",দৃপ্ত শপথ নেতাজি সুভাষের,"এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম ,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম",সহরাওয়ার্দি উদ্যানে লাখো
জনতার সামনে ঘোষনা অকুতোভয়  মুজিবের।

স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ ,লাখো শহীদের রক্ত-ঋণ  শোধ  না করেই
হয়েছে কলঙ্কিত পদ্মা-মেঘনা-যমুনার  দেশ,খুন হয়েছেন  জাতির জনক
যেমন হয়েছিলেন দাসপ্রথা উত্খাতের নায়ক আব্রাহাম লিঙ্কন।

এমনই হয় বারবার ,যেমন মহামতি যীশু  হয়েছিলেন ক্রুশবিদ্ধ
বুলেটের আঘাতে প্রার্থনাসভায় লুটিয়ে পড়েছিল অপাপবিদ্ধ মহাত্মার দেহ
স্বাধীন ভারত জানলোনা নেতাজি কোথায়।