শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

সুখ-অসুখ



সুখ-অসুখ 

নিধুভূষণ দাস 


ওরা বলে সব ভালো ,খাওয়াপরা ,জীবনযাপন
কোথাও  নেই সমস্যা  কোনো।

বাহ্  বেশ !তাহলে ভালোই আছো  তোমরা
দেশটা স্বর্গ বানিয়ে,দেবে একটু হিস্যা এই  সুখের ?

দিতে পারি যদি হও আমাদেরই মতো অনুগত ভৃত্য
প্রশ্ন নয় কোনো ,হুজুরের গুনকীর্তন শুধু।

কাজ নেই এই সুখে ,ভালো আছি অসুখে-বিসুখে
আকাশের পাখিরা দেখো ঢের সুখে আছে।

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

দেবদাসীর বিলাপ





দেবদাসীর বিলাপ 

নিধুভূষণ দাস 




যে তোমাকে বলেছিলো দেবে ঈশ্বর প্রাপ্তির  সুখ
আজ তাকে সোজা  বলো
 তফাত  বিস্তর তোমাতে আমাতে
তুমি যারে সুখ ভাবো সে আমার অসুখ
দেবদাসীর  কি সুখের জীবন ?

আমি তো  চাইনি  হতে
 ভন্ড সাধকের ভোগ্যপণ্য
তুমি তো  বলেছিলে দেখাবে
ইশ্বর সাধনার পথ
হায় ভগবান এই কী দেবালয় !

তোমার লালসায় হারালাম সব
আমি তো চাইনি অপ্সরার জীবন। 

সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪



পাহাড়ের ঠিকানায় 

নিধুভুষণ দাস 


ফুল তারে ডাকে'আয় বোন,
মুখে মাখিয়ে দিবো রেনু'
নদী বলে 'আয় আমার কোলে
দেবো স্নিগ্ধ জলের প্রলেপ '
কার্জন হলের জাবুজ গালিচা ডাকে
'আয় মেয়ে ,আমার কোমলে  বসে
একটু জিরিয়ে নে এই দহন দুপুরে '

ফুল ডাকে,নদী ডাকে ,ডাকে সবুজ গালিচা
তবু তার মন ধায় পাহাড়ের  ঠিকানায়
যেখানে নীল আর সবুজ  একাকার।