রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

কালনির্নয় পাঠ




কালনির্নয় পাঠ 

নিধুভূষণ দাস 


এখন কোন কাল ?
কী করে বলি ,বলোতো  দেখি !
কেনো মেঘ,বৃষ্টি ,শিশির ,কুয়াশা
দেখতে পাওনা বুঝি  ?
তোমার মতো মনের চশমা  আছে কোথায় আমার ,বলো।

পাখির কূজন ,ভোমরার গুঞ্জন,মাছির ভনভন
শুনতে কি পাওনা  একদম ?
হাঁ,কাক ডাকে শুনি প্রতিদিন।
সারা বছর থাকি মশারির নিচে
তাও নিতে হয় এন্কেফেলাইটিসের টিকা
ঋতু  কখন কোনটা ,কী করে বলবো বলো।

গরম কাপড় কি পরো না কোনোদিন ?
পরি,তবে ওটা  তো নিছক ফর্মাল ড্রেস
আর,শোনো, এখন মোষের শিং কাঁপেনা কোনদিন।

কৃষ্ণচূড়ায় কি ফোটেনা ফুল ?
ফোটে ,তবে তাতে আসেনা  যৌবন মনে
এসএমএস,ফেসবুকে ভালোবাসাবাসি
এই আছে,এই নেই।

বুধবার, ২৯ জুলাই, ২০১৫

রাত থাকুক রাতের মতো

রাত থাকুক রাতের মতো

নিধুভূষণ দাস 





আসছে রাত ,আসুক ,আসতে দাও
জ্বালিও না আলো ,শুধু জ্বলুক আকাশের তারা
আর  মাটির জোনাকি।

অনেক তো জ্বালালে বাতি
অমাবস্যায় করলে দীপাবলী
হলো কী  কল্যাণ তাতে পৃথিবীর ?

অন্ধকার রাতে আলোকিত প্রাসাদে
বসে কষলে  যুদ্ধের  ছক
যুদ্ধ শুরু হলে চালালে ব্ল্যাকআউট
কতটা আলোকিত হলো পৃথিবী ,বলো !

তারচে বরং আঁধারকে আঁধার থাকতে দাও
আঁধারে ভাবতে শিখি আলো কারে কয়
রাত থাকুক রাতের মতো,অনাবিল।

শুক্রবার, ১৫ মে, ২০১৫

শুভেচ্ছায় মিথ্যে নেই




শুভেচ্ছায় মিথ্যে নেই 

নিধুভূষণ দাস 



জন্মদিনে  কেউ শুভেচ্ছা জানালে ভালো লাগে
 ভালোবেসে  বলে "দীর্ঘজীবী হও !"
জানি  এতে বাড়েনা  আয়ু ,তবুও
খুশী  হই এই ভেবে শুভানিধ্যায়ী আছে কেউ।

ভাবিনা একদম মৃত্যুর পর স্মরণ করবে কিনা  প্রিয়জনেরা
এইরকম স্বপ্ন অলীক মনে করাই শ্রেয়
স্মরণসভায়  মৃতের সম্পর্কে অনেক ভালো ভালো মিথ্যে
বলা হয় মহিমার প্রলেপ দেওয়ার জন্য।

জন্মদিনের শুভেচ্ছায় অন্তত মিথ্যে থাকেনা এতটুকু।