শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

বিক্রমের পৌঁছ সংবাদ

বিক্রমের পৌঁছ সংবাদ

নিধুভূষণ দাস

ইউরেকা! পৌঁছে গেছি,মা,মামাবাড়ি।অনেক দূর গো,মা।৪৭ দিন লেগে গেল।এখানে একটা মাইলস্টোনে দেখছি লেখা ৪ লক্ষ কিমি।বাপরে!দিদা তোমাকে কত দূরে পাঠিয়ে দিয়েছে।তোমাকে দারুন লাগছে মা,তোমাকে এত সুন্দর আগে কখনও দেখিনি ,মা।

কেমন লাগছে বাবা?প্রজ্ঞান,কোথায়?

বেশ ভাল।ও ভাল আছে,এখনও আমার কোলেই।একটু পরে নামাব।

চাঁদে নেমেই বিক্রম উপগ্রহ ফোনে মা বসুন্ধরাকে পৌঁছে  দিল সংবাদটা।

ঠিক আছে,বাবা।চিন্তা করিসনা।ভাল লাগবে তোদের।আরো লোক পাঠাবো।

না,মা।বেশ ভাল লাগছে।নতুন জায়গা,অনেক সম্ভাবনা।আর একা তো নই,ক্রুসোর মতো,দুই ভাই আছি,ভালই কাটবে।অনেক গবেষণা করবো।

হ্যাঁ বাবা,তোদের ওপর ভরসা আছে আমার।কি করবো বল,জানিস তো,হকিং সাহেব মৃত্যুর আগে বারবার বলে গেছেন,আমার আয়ু আর বেশিদিন নেই,তোদের যেন যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় পাঠিয়ে দিই।ভাবলাম মামাবাড়ির চেয়ে নিরাপদ আর কোন জায়গা।

তাইতো।তবে কথা দিচ্ছি মা,এখানে আমাদের গবেষণায় এমন ফল ফল মিলবে যে,তুমি অমর হয়ে যাবে।সভ্যতার ভার অনেক বেড়ে গেছে।তোমার উপর এই ভার আমরা এখানে থেকে কমাবো। তুমি ভাল থাকবে,মা।

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

মধুর বচন

মধুর বচন
নিধুভূষণ দাস

গালি হিসেবে “ফ‍্যাসিস্ত” জব্বর।
নাৎসিও খারাপ নয়
তবে “স্তালিনিস্ত” গালি নয়,
প্রশংসার বিশেষণ
এর সঙ্গে জুড়ে আছে প্রাণাধিক সমাজতন্ত্র।
ভারতীয় “তুঘলকি” কথাটা ভারিক্কি বেশ
তাৎপর্য বুঝি-না-বুঝি শুনতে খাসা।
যাদের “স্তালিনিস্ত” বলতে মানা
তারা কথায় কথায় “ফ‍্যাসিস্ত”,”নাৎসি”,"তুঘলকি”
বলে প্রতিবাদে সোচ্চার হন
হরিনামের মতো মধুর লাগে এই  বচন।

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আমি সভাকবি মাত্র

আমি সভাকবি মাত্র
নিধুভূষণ দাস

আমার দেখা সবার দেখা নয়
আমি কী দেখি তা জাহির ক‌রা বোকামো বৈকি
আমার কথা সবার কথা নয় যে।

আমি অর্ফিউস নই যে,আমার সুরে পাথর গলে
আমি সক্রেটিস নই যে,আমার কথা সর্বজনগ্রাহ‍্য।
আমি সভাকবি, কিংবা প্রাসাদের গায়ক মাত্র।
তাও ভাবি আমার কথায় বিপ্লব সম্ভব।

ভাবি লোকে বোঝেনা,পৃষ্ঠপোষকের মনোরঞ্জন করাটা অনেক বেশি জরুরি, কারণ আমি সভাকবি।