মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

যখন বয়স আটষট্টি

যখন বয়স আটষট্টি

নিধুভূষণ দাস

 

যখন বয়স আটষট্টি, ভাটিতে সাঁতার কাটি

শুরুতেই শেষ জানি, উজানে অনাগ্রহী

পুরুষের প্রেরণায় প্রকৃতির অন্বেষায় চলি

 

শৈশবে সামুদা বর্ষায় ডিঙ্গি ভাসাতো

 খালের ভাটিতে,চলে যেতাম আদিগন্ত

মাঠে,যেখানে হাসতো সাপলা,দুলতো 

আমনের গাঢ় সবুজ মাথা 

দেখতাম মাছেদের আনন্দ উচ্ছ্বাস

এই বুঝি অসীমে আনন্দমেলা!

 

হিমালয় থেকে নেমেছি দুর্জয় বেগে

ভেঙ্গেছি পাথরের বাধা

আমি তোমাদের কেউ নই

আমি পুরুষের ইচ্ছায় চলি

যদিও তোমরা বল আমি নদী

 

্আমি সাগরমুখি যাত্রী

তোমরা আমার গলা টিপে ধরো

আমি মানি না কোনো মানা

আমার চরে বসাও বসত

আমার পথে তৈরি কর বাঁধ

আমি চলি আপন মনে অন্য পথ বেঁধে

 

আমি ভাটিতে চলি,উজানে অনাগ্রহী

প্রকৃতির বিশালতায় লীন হবো বলে ছুটি

যখন আমি আটষট্টি, পুরুষ আমাকে

 নিয়ে যাচ্ছে সমাপ্তির আশ্রয়ে

যেখানে শুরু সেখানেই হারিয়ে যেতে

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন