রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

মল্লিকা, শোন

 মল্লিকা, শোন

নিধুভূষণ দাস


মল্লিকা,শোন,কাঠমল্লিকা আমার কম

প্রিয় নয়।তোমরা গোলাপকে ফুলের 

রানী বল।ধানের আলে,পথের ধারে

অযত্ন লালিত লজ্জাবতী কম কিসে?


কেয়ার রূপ-গন্ধ রানীকে হার মানায়

বাঁশ ঝাড়ে আপন মনে ফুটে ওঠা 

খারকোন ফুল রানীর চেয়ে

অধিক লাল। তোমায় বলি,আমার

প্রিয় জলে-ভাসা শাপলা আর

কচুরিপানার ফুল। আহ্ ,কী অপরূপ!


তোমরা মজে আছো তাজমহলের রূপে

আমার প্রিয় জব্বলপুরের ভারসাম্য শিলা।

ভেদাঘাটে নর্মদা তীরের মার্বেল পাহাড়

দেখে এসো। আহ্,জোছনা রাতে স্নিগ্ধ

আলোয় কী অপরূপ জগন্ময়ের ভাস্কর্য!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন