শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

‌প্রিয় অভয়া

 ‌

‌প্রিয় অভয়া

নিধুভূষণ দাস



অভয়া তু‌মি নেই,চ‌লে গে‌লে

ঘৃণাভ‌রে ছে‌ড়ে গে‌লে অসভ্য সভ্যতা।

যা‌বেই তো,থাকাই অন্যায় মে‌নে নেওয়া

অ‌বিচা‌রের গর্ভ থে‌কে‌ বিচার পাওয়ার

অশা নি‌য়ে বাঁচার মূঢ়তা।


অভয়া,বোন আমার,সু‌ষ্টির উৎ‌সে ফি‌রে গি‌য়ে

ভণ্ড রাষ্ট্র-প‌রি‌বেশ থে‌কে মু‌ক্তি নি‌লে।

এই পাপ নিয়‌ন্ত্রিত ক্লেদাক্ত রাজসভায়

 ভীষ্ম পিতামহও নীরব অন্যায় দে‌খে।


বিচা‌রের না‌মে কুনাট্য দেখব, অ‌নেক অ‌নেক

শুন‌বো রাজনারায়ণ ও রাজলক্ষ্মীরা বল‌বেন

বিচার চাই,বিচার দেব,নৈষ্ঠিক পু‌লিশ

আবারও অপরাধী‌দের কাঠগড়ায় তুল‌বে।

প্রিয় অভয়া,আর এ‌সোনা এই অসভ্যতায়।

সোমবার, ১২ আগস্ট, ২০২৪

জান্নাত তোমার নয়

 ‌জান্নাত তোমার নয়

নিধুভূষণ দাস


কো‌নে‌ভো‌বেই তু‌মি আমার মাতৃভূ‌মি,

আমার প্রিয় স্ব‌দেশ

আমার কাছ থে‌কে কে‌ড়ে নি‌তে পার‌বেনা।

না‌ড়ির সম্পর্ক কাট‌তে পা‌রে কোন জল্হাদ!


লো‌ভে,বি‌দ্বে‌ষে,ধর্মান্ধতায় তু‌মি আমা‌কে

বাস্তুচ্যুত কর‌তে পার,তস‌লিমার মত দেশান্তরী

হ‌তে পা‌রি আ‌মিও,

য‌দি তু‌মি রাষ্ট্রশ‌ক্তির মদত পাও।


রাহুল আন‌ন্দের বা‌ড়িঘর পু‌ড়ি‌য়ে,হে মূঢ়

পার‌বে কি এই জ‌লের গান ভু‌লি‌য়ে দি‌তে?

তস‌লিমা কি বড় আ‌রো বড় হ‌চ্ছেন না দি‌নদিন?

নালন্দা বিশ্ব‌বিদ্যালয় হয়‌নি অমর অক্ষয়?


তু‌মি দে‌শহি‌তৈষী নও দ্বেষী,তু‌মি দেশ‌প্রেমী‌কে

নির্বা‌সিত কর,খুন,ধর্ষণ কর

অমানুষ কো‌নো‌দিন কল্যান কর‌তে জা‌নেনা।

অধর্ম‌কে ধর্ম মা‌নে যারা

তা‌দের কা‌ছে মূল্য‌বোধ আশা করা বৃথা।


সু‌ফি সন্ত‌দের কা‌ছে শেখ ইসলা‌মের সার কথা

যে রবীন্দ্রনা‌থ লাল‌নের আখড়ায়‌ যে‌তেন 

উচ্চা‌ঙ্গে‌র দর্শন বুঝ‌তে,অর্বাচীন তু‌মি তাঁর 

মূর্তি ভে‌ঙ্গে‌ পৈশাচিক উল্লাস কর।


তু‌মি আ‌লো-ব‌ঞ্চি‌ত অধম,জান্নাত তোমার নয়।



রবিবার, ৩০ জুন, ২০২৪

আ‌মি তাহা‌কেই চাই

 আ‌মি তাহা‌কেই চাই

নিধুভূষণ দাস



আ‌মি তাহা‌কেই চাই

নীল আকা‌শের আ‌ঙ্গি‌নায়

শারদ সকা‌লে যে দি‌য়ে‌ছিল চুম্ব‌নের উষ্ণতা।


আ‌মি তাহ‌াকেই চাই

শারদ ঊষায় তু‌লোর মত 

ভে‌সে‌ছিল যে অনাবিল নীল ঠিকানায়।


আ‌মি তাহা‌কেই চাই 

যে আমা‌কে ব‌লে‌ছিল এক‌দিন 

বন্ধন ছিঁ‌ড়ে চ‌লে আয় পা‌রিস য‌দি।


আ‌মি তাহা‌কেই চাই

যে আমা‌কে‌ স‌স্নে‌হে ব‌লে 

জীবন অনন্ত,অসীম,অ‌বিরাম।


আ‌মি তাহা‌কেই চাই

যা‌রে আ‌মি আমার মা‌ঝে পাই।