প্রিয় অভয়া
নিধুভূষণ দাস
অভয়া তুমি নেই,চলে গেলে
ঘৃণাভরে ছেড়ে গেলে অসভ্য সভ্যতা।
যাবেই তো,থাকাই অন্যায় মেনে নেওয়া
অবিচারের গর্ভ থেকে বিচার পাওয়ার
অশা নিয়ে বাঁচার মূঢ়তা।
অভয়া,বোন আমার,সুষ্টির উৎসে ফিরে গিয়ে
ভণ্ড রাষ্ট্র-পরিবেশ থেকে মুক্তি নিলে।
এই পাপ নিয়ন্ত্রিত ক্লেদাক্ত রাজসভায়
ভীষ্ম পিতামহও নীরব অন্যায় দেখে।
বিচারের নামে কুনাট্য দেখব, অনেক অনেক
শুনবো রাজনারায়ণ ও রাজলক্ষ্মীরা বলবেন
বিচার চাই,বিচার দেব,নৈষ্ঠিক পুলিশ
আবারও অপরাধীদের কাঠগড়ায় তুলবে।
প্রিয় অভয়া,আর এসোনা এই অসভ্যতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন