জান্নাত তোমার নয়
নিধুভূষণ দাস
কোনেভোবেই তুমি আমার মাতৃভূমি,
আমার প্রিয় স্বদেশ
আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেনা।
নাড়ির সম্পর্ক কাটতে পারে কোন জল্হাদ!
লোভে,বিদ্বেষে,ধর্মান্ধতায় তুমি আমাকে
বাস্তুচ্যুত করতে পার,তসলিমার মত দেশান্তরী
হতে পারি আমিও,
যদি তুমি রাষ্ট্রশক্তির মদত পাও।
রাহুল আনন্দের বাড়িঘর পুড়িয়ে,হে মূঢ়
পারবে কি এই জলের গান ভুলিয়ে দিতে?
তসলিমা কি বড় আরো বড় হচ্ছেন না দিনদিন?
নালন্দা বিশ্ববিদ্যালয় হয়নি অমর অক্ষয়?
তুমি দেশহিতৈষী নও দ্বেষী,তুমি দেশপ্রেমীকে
নির্বাসিত কর,খুন,ধর্ষণ কর
অমানুষ কোনোদিন কল্যান করতে জানেনা।
অধর্মকে ধর্ম মানে যারা
তাদের কাছে মূল্যবোধ আশা করা বৃথা।
সুফি সন্তদের কাছে শেখ ইসলামের সার কথা
যে রবীন্দ্রনাথ লালনের আখড়ায় যেতেন
উচ্চাঙ্গের দর্শন বুঝতে,অর্বাচীন তুমি তাঁর
মূর্তি ভেঙ্গে পৈশাচিক উল্লাস কর।
তুমি আলো-বঞ্চিত অধম,জান্নাত তোমার নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন