শুক্রবার, ১৬ জুন, ২০১৭

সঙ্গে আছে দাউদভাই

সঙ্গে আছে দাউদভাই
নিধুভূষণ দাস 


আমার বলার কিছু  নেই
শুধু নিজের  কথা  ভেবেছি
যদিও দাবি করি
তোমরাই সব আমার।

তোমরা বোকার মতো প্রশ্ন তোলো
"হঠাত কমলার মতো
হলো যে মুখখানা ,এতো বৈভব
কোথা থেকে এলো মহোদয় ?

হিসাব চাই,হিসাব দাও,  মহাশয়!"
চোপ ,বেয়াদপ সব 
আমার বলার কিছু  নেই
আছে শুধু থরে থরে সাজানো অস্ত্র।

লড়াই লড়াই লড়াই চাই
সঙ্গে আছে দাউদভাই।



বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

চুপ ,আজ শুভরাত




চুপ ,আজ শুভরাত 
নিধুভূষণ দাস 

চুপ ,কোনো কথা নয়,
এই  শুভ রাতে।
শোনো গুলি ,বিস্ফোরণ
কাছে কোথাও চলছে আদম নিধন
চলো বসে থাকি ঠোঁটে ঠোঁট রেখে।

কাঁদতে নেই সোনা,ভয় কেনো
লাভ কি তাতে,বলো ?
আসমানী  জহ্লাদ আজ  চারদিকে
ভূস্বর্গে,মানচেস্টারে ,জাকার্তায়।

যা হবার হবে,ওরা মারতে জানে
কোমরে বিস্ফোরক-বেল্ট ,কারো
কাঁধে প্রিয় ইনসাস,হাতে প্রেয়সী গ্রেনেড
সঙ্গে বেয়োনেট,চোখে মৃত্যদূতের উল্লাস।

এই শুভ রাতে, মিলনের সুখ হোক
আমাদের অমরত্বের হাতিয়ার।
.

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

তোমার টুকটুকি ,আম্মু


তোমার টুকটুকি ,আম্মু 

নিধুভূষণ দাস 

নিকিতাকে  চেনো তুমি।
মনে  নেই ?একদিন পড়ন্ত  বিকেলে
টিএসসিতে আলাপ হয়েছিল তার  সঙ্গে
ডালিম দানার লাল  লেগেছিল  ঠোঁটে
সলাজ  হাসি ঝরছিল শিশিরের মতো।
বাংলার ছাত্রী ছিলো ,প্রিয় কবি জীবনানন্দ  আর
শামসুর রাহমান। আওড়াতো  রূপসী বাংলা,
আসাদের শার্ট এবং  স্বাধীনতা।

তাকে বুকে  জড়িয়ে,আমার কাঁধে হাত রেখে
বলেছিলে ,এই আমার ছেলে।
অনেকদিনের কথা ,টোকিওর মেয়ে
এখন বাংলা বিভাগের  প্রধান
টোকিও বিশ্ববিদ্যালয়ে,মা দুই সন্তানের
মেয়ের নাম  রেখেছে রূপসা,ছেলে  স্বাধীনতা
মনে পড়ছে  তার কথা, আম্মু ?

আমি  এখন তার মুখে হিরোশিমা  আর
নাগাসাকির সেই বীভত্স বিস্ফোরণের
কথা  শুনছি, পাশে  উত্কর্ন  রূপসা,স্বাধীনতা।
মনে পড়ে,তুমি  তার একটা  নাম রেখেছিলে
বলেছিলে,'নিকিতা ওয়া ,আনাতা টুকটুকি দেসু '
(নিকিতা, তুমি  টুকটুকি )
যুদ্ধকে  ওরা বড় ভয় পায় ,আম্মু।