উনি কে ?
নিধুভূষণ দাস
রিপোর্টার :
'উনি কে ?'বলেছেন দলরাজ
শুনে থ বাংলার সিরাজ
পলাশীর পর মৌনী নবাব
পলাশীর পর মৌনী নবাব
রাজার ইশারায় পার্কসার্কাসে
ভূমধ্যসাগরীয় আঙ্গুর খেয়ে
যেই বললেন ,"আসছি ফিরে দোহে"
ভূমধ্যসাগরীয় আঙ্গুর খেয়ে
যেই বললেন ,"আসছি ফিরে দোহে"
ঝড়ের ইচর অমনি মাথায় পড়ল এসে।
কোরাস:
এমনই হয় ,ভোট বড় বালাই
রাজার রাজ্যে ভোট এবার
আরব সাগরের ধারে বলতেই হয়
"Grapes are sour"
নয়তো বলবে সবাই
"কমরেড ইচর ,রাউল কাস্ত্রোর নামের মাঝে
'হু' এলো কবে কেমন করে !"
রিপোর্টার :
বাংলার আকাশ প্রদীপ ভোট শেষে
ফের বললেন,"অপয়া ৩৫ বাদ ,ফিরছি ২০০ নিয়ে
বুঝবে দিদিমনি কত ধানে কত চাল
ধান চাষে লাভ নেই ,চাই গাড়ি চাষ ঝিঙ্গুরে
আগের নবাব আগ বাড়িয়ে বেশি কাজ করে
বারোটা বাজিয়েছিল,হিল্লির কাজীরা খুতখুতে বড্ড
সে যাই হোক,গাড়ি গাছ লাগবই ওখানে।"
প্রদীপের গান:
আয় দিদি দেখে যা, গাড়িসোনা গাছে গাছে
আমাদের ঝিঙ্গুরে,যতনের বাহাদুরি দেখে যা।
কোরাস:
এমনই হয় ,ভোট বড় বালাই
রাজার রাজ্যে ভোট এবার
আরব সাগরের ধারে বলতেই হয়
"Grapes are sour"
নয়তো বলবে সবাই
"কমরেড ইচর ,রাউল কাস্ত্রোর নামের মাঝে
'হু' এলো কবে কেমন করে !"
রিপোর্টার :
বাংলার আকাশ প্রদীপ ভোট শেষে
ফের বললেন,"অপয়া ৩৫ বাদ ,ফিরছি ২০০ নিয়ে
বুঝবে দিদিমনি কত ধানে কত চাল
ধান চাষে লাভ নেই ,চাই গাড়ি চাষ ঝিঙ্গুরে
আগের নবাব আগ বাড়িয়ে বেশি কাজ করে
বারোটা বাজিয়েছিল,হিল্লির কাজীরা খুতখুতে বড্ড
সে যাই হোক,গাড়ি গাছ লাগবই ওখানে।"
প্রদীপের গান:
আয় দিদি দেখে যা, গাড়িসোনা গাছে গাছে
আমাদের ঝিঙ্গুরে,যতনের বাহাদুরি দেখে যা।