রবিবার, ৮ মে, ২০১৬

উনি কে ?

উনি কে ?

নিধুভূষণ দাস 
       
      রিপোর্টার :
'উনি কে ?'বলেছেন দলরাজ 
শুনে থ বাংলার সিরাজ 
পলাশীর পর মৌনী নবাব 
রাজার ইশারায়  পার্কসার্কাসে
ভূমধ্যসাগরীয় আঙ্গুর খেয়ে
 যেই বললেন ,"আসছি ফিরে দোহে"
ঝড়ের ইচর অমনি মাথায় পড়ল এসে। 
          কোরাস:
এমনই হয় ,ভোট বড় বালাই 
রাজার রাজ্যে ভোট এবার 
আরব সাগরের ধারে বলতেই হয় 
"Grapes are sour"
নয়তো বলবে সবাই 
"কমরেড ইচর ,রাউল কাস্ত্রোর নামের মাঝে 
'হু'  এলো কবে কেমন করে  !"

            রিপোর্টার :
বাংলার আকাশ প্রদীপ ভোট শেষে 
ফের  বললেন,"অপয়া ৩৫ বাদ ,ফিরছি ২০০ নিয়ে 
বুঝবে দিদিমনি কত ধানে কত চাল 
ধান চাষে লাভ নেই ,চাই গাড়ি চাষ ঝিঙ্গুরে 
আগের নবাব আগ বাড়িয়ে বেশি কাজ করে 
বারোটা বাজিয়েছিল,হিল্লির কাজীরা খুতখুতে বড্ড 
সে যাই হোক,গাড়ি গাছ লাগবই  ওখানে।"
            প্রদীপের গান:  
আয় দিদি দেখে যা, গাড়িসোনা গাছে গাছে 
আমাদের ঝিঙ্গুরে,যতনের বাহাদুরি দেখে যা। 





শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

আমি রাজা


     আমি  রাজা 
       নিধুভূষণ দাস 

 জবা গাছটা  মুড়ে দিলাম 
কষ্ট  হয়নি ,জানো  কেনো ?
চোখের জল শুকিয়ে গেছে 
কাঁদতে  গেছি ভুলে 
আমি এখন আমার সঙ্গে যুঝি 
যখন যারে সামনে পাই  মারি। 

মানুষ এখন মানুষ মারে 
ভয় দেখিয়ে শাসন করে 
প্রজার রক্তে স্নান করে 
মাদক বেচে অস্ত্র কেনে 
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে 
ধর্মের নামে মৃত্যু আনে। 

ত্রাসের দেশের রাজা আমি 
জেনো তোমরা বিশ্ববাসী। 




মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

মাঘের দুপুরে কৌশিকী



মাঘের দুপুরে কৌশিকী 

নিধুভূষণ দাস 



মাঘের দুপুরে ডানদিকে ঘাড়  কাত করে
কৌশিকী  দেখছে নদিটিরে
মাঝখানে চড় ,দুই ফালি জলাশয়
মনে পড়ে  দেখেছে শৈশবে
স্টীমার যেতো,যেতো সার সার বজরা বর্মির হাটে
এখন শুধু চলে ডিঙ্গি শীতলক্ষায়।

মনে পড়ে,গায়ের পাশ দিয়ে এই নদি থেকে
গিয়েছিলো একটি খাল
বর্ষায় নদিটির মতোই যৌবনবতী হতো তা
মাঠ ভরিয়ে দিত জল আর  মাছে
আমন ধানের শীষ সোনা দিতো উপহার।

গায়ের মানুষ স্নান করতো ডালিমের রসের মতো জলে
সন্ধ্যার আগে গায়ের বধুরা কলসি কাঁখে
দল  বেঁধে ঘাট থেকে জল নিতো কলরবে।

 দুই পাড়ে এখন সার সার কারখানা
গ্রাম হয়েছে শিল্প-শহর ,পাতাবাহারের বেড়া
নেই,বাড়ি ঘিরে উঠেছে  ইটের দেয়াল।

নদি আজ হতযৌবনা,বিষাক্ত এর জল
ওড়নার আঁচলে চোখ মোছে কৌশিকী
টিউবওয়েলের জল দেয় বাবার শ্মশানে।