বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

অধর্মের পোস্টারে ঢেকেছে ধর্ম

অধর্মের পোস্টারে
ঢেকেছে ধর্ম
নিধুভূষণ দাস

“বেঁচে থাক পুত্র,অন্তত যতদিন আমি থাকি”,
আশীর্বাণী  তোমার,আম্মু।দুরাচার কবলিত
এই নিষ্ঠুর সময়ে তুমিও কি বেঁচে আছো?
সম্ভব বেঁচেবর্তে থাকা ক্রুরতার ভুবনে!

আমি দেখছি কাঁপছে তোমার আত্মা
ভয়ে নয়,নিস্ফল ক্রোধে,অশ্রুত চিৎকারে।

চলে যাচ্ছে সব আজ পাশবিক শক্তির ক‍রতলে
মিথ‍্যার প্রবল চাপে সত‍্যের নাভিশ্বাস,বিষন্ন বিবেক
অসহায় চোখে দেখছে অন‍্যায়ের গৌরব
ধর্মকে ঢেকে দিচ্ছে অধর্মের পোস্টার।

রবীন্দ্রনাথ আছেন বসার ঘরে কিন্ত্ত আজকের
নষ্টনীড়ে ক্লাসিক সাহিত্য মানে পর্ণো-ভিডিও
বসুন্ধরা হয়ে গেছে হ‍্যামলেটের এলসিনোর
তাও বলবে,আম্মু,বেঁচে আছি,বেঁচে থাকো?

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

প্রথমের জন্মদিনে




প্রথমের জন্মদিনে 
নিধুভূষণ দাস



জন্মদিনে জেনো ঠিক, প্রথম প্রথমই  থাকে, বরাবর
প্রতিটি জন্মদিনই  প্রথম আসে,নতুন করে। 
যারা বলে তুমি বড়ো হয়েছো,বেড়েছে
আরেকটি বছর, তারা জানেনা
বড় হয়েই এসেছো তুমি ,থাকবে বড় চিরকাল
নদীর মতোই বয়ে চলবে অবিরাম,উঠবে আকাশে
আবার নেমে আসবে বলে।
জীবন থামেনা ,সতত চলমান অনন্তের পথে।
বেগবান থেকো ,থেমোনা কোনোদিন
মনে রেখো প্রতিটি মুহুর্তই  নতুন আমাদের।

 

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

পৃথিবীর জন্মদিনে

পৃথিবীর জন্মদিনে
নিধুভূষণ দাস
 
আজ,  আত্মজা ,আমাদের  পৃথিবী ,তোমার 
জীবন পথে একটি মাইলফলক ,আমাদেরও।
এদিন তুমি এসেছিলে ,তাই না ,মনে পড়ে ?
এখন তুমি বড়ো  হচ্ছ ,অনেক বড়ো হবে,
ব্রহ্মান্ডের মতো ,আমরা  ক্ষুদ্র হচ্ছি,আরো ক্ষুদ্র 
বারবার তোমাকে অসুরের মতো আঘাত করে। 

আত্মজা,তুমি নিষ্পাপ থেকো , দুষ্টুমতি 
অভিজ্ঞ  হয়োনা আমাদের মতো, কোনোদিন। 
যাকে আমরা ধ্বংস করছি নির্দ্বিধায় ,সীমাহীন ক্রুঢ়তায় 
সেই তোমাকে তুমি রক্ষা  করো গভীর মমতায় ,অসীম প্রজ্ঞায়। 

জানি ,ভরসা করা যায়, কারণ তুমি তোমারই মতো
আদি পাপ তোমার উত্তরাধিকার নয়। 
পৃথিবী ,আত্মজা  আমার,জন্মদিনে 
প্রথম আকাশের অনাবিল সুন্দরে শ্বাস নাও।