ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে
নিধুভূষণ দাস
আর কতদিন দূরে দূরে থাকা
আর কত সমাজ থেকে আলগা
হওয়া, শারীরিক বন্ধন মুছে ফেলা
আবেগের আবেদন অস্বীকার করা
এই নিষ্ঠুর সময়ে মানসিক দূরত্ব
গড়ে তুলে সমাজটাই ভেঙ্গে দেওয়া?
সমাজ নেই তো ভালবাসা নেই
ভালবাসা নেই তো আবেগ নেই
আবেগ নেই তো হৃদয় নেই
হৃদয় নেই তো অশ্রু নেই
অশ্রু নেই তো জীবন নেই।
তাহলে কি ভাব নয়, বিজ্ঞান
মানুষ নয়,রোবট,বোধ নয়
কৃত্রিম বুদ্ধিই ভবিতব্য তোমার
হে নিয়েনডার্থেলের উত্তরসূরী!
আশ্বিনে চলছে শ্রাবনের ধারা
মেঘে ঢাকা আকাশে গর্জন-
এই বুঝি জীবনের ভাষা
আবেগী মন নিয়ে বেঁচে থাকার
অবলম্বন এই করোনা-সময়ে
ভাঙ্গনের ভয়ঙ্কর আবহে !