রবিবার, ৪ জুন, ২০২৩

সভ্যতার যাতনা

 ‌সভ্যতার যাতনায়

নিধুভূষণ দাস



ফি‌কে নীল চা‌ঁদোয়ায় সাদা ছোপ

এখা‌নে ওখা‌নে,জ্যৈ‌ষ্ঠের দুপু‌রে

তাপ‌বিদ্ধ  মা‌টি  ও বাতাস

দহ‌নে কাবু ঘাস ফুল পাতা।


অ‌স্থির পা‌খিসব ঠোঁট খু‌লে হাঁফায়

এক ফোঁটা জল নেই‌ তেষ্টায় 

সকাল বিকাল নলবাহী জ‌লের

অপচয় নির্বোধ মানু‌ষের চোখ এড়ায়।


শি‌লিগু‌ড়ি শহ‌রের নদীগু‌লি নর্দমা

সভ্যতার যাতনায়, বি‌বেক ঘু‌মি‌য়ে 

আ‌ছে স্বার্থের কো‌লে,লে‌লিহান উত্তাপ

দার্জি‌লি‌ঙের পাহাড় চূড়া ছুঁ‌য়ে‌ছে।


কর্তারা চুপচাপ,ভোট বড়ই বালাই

প্লাস্টিক চার‌দি‌কে,হা‌টে-বাজা‌রে

নর্দমায় নদী‌তে,শি‌ল্পের স্বার্থ দেখা

সভ্যতার দায়, তাই।


অ‌বুঝ কর্তারা,অশুদ্ধ উচ্চার‌ণে

 মন্ত্র পাঠ করা পুরু‌হি‌তের ম‌তো,

শুধু শিল্পায়‌নের বাণী আওড়ায়,

দূষ‌ণে চুপচাপ,ভোট বড়ই বালাই।


ও‌দের টাকার গর‌মে উষ্ণায়ণ বা‌ড়ে

এ‌সি,গা‌ড়ি,ফ্রিজ দূষণ ছড়ায়

নৈশ সংস্কৃ‌তির বিস্তার আ‌মোদ ও 

আ‌য়ের নতুন পথ বাৎলায়।


সভ্যতা জীবনযন্ত্রনা বাড়ায়।





বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

দূ‌রে থে‌কেও কা‌ছে

 দূ‌রে থে‌কেও কা‌ছে

নিধুভূষণ দাস


ভাল থে‌কো,কথা হ‌বে,সুপ্রভাত!

দেখা নেই,চার দশক,তাও

রে‌খে‌ছো ম‌নে,বল‌তে পা‌রো

অকপ‌টে,"দুূরে আছি তবু 

মনে হয় কতো কাছে।"


ভা‌বি‌নি প্রথম দি‌নের উষ্ণতা

হৃদয়ে লা‌লন ক‌রে চ‌লেছো,

 পা‌রি‌নি আ‌মিও ভু‌লি‌তে।


কেউ কাউ‌কে কথা দিইনি 

 তোমা‌কে পাই আ‌লিঙ্গ‌নে

যখন তখন,যেমন পেতাম

কৈ‌শো‌রে অনা‌বিল আন‌ন্দে।


ভাল আ‌ছি,ভাল আছ ম‌নে রে‌খে।




শুক্রবার, ১২ মে, ২০২৩

তোমার গহ‌নে

 তোমার গহ‌নে

নিধুভূষণ দাস 


তোমার গহ‌নে আমার আশ্রয়

দেখেছি অ‌নেকটা,বা‌কি তবু

র‌য়ে গে‌ছে কতটা, জা‌নিনা।


তোমার গ্রীবা কি‌সের ম‌তো

বল‌তে পা‌রি, জিহ্বা কতটা

খসখ‌সে জা‌নি,মু‌খের সুবা‌সে

মাতাল হই, কা‌মি‌নীর গন্ধে 

সা‌পের ম‌তো,তবু কত অজানা!


শরী‌রের প্র‌তি‌টি খাঁজ অনায়া‌সে

আবৃ‌তি কর‌তে পা‌রি,চু‌লের ডগার

ছোঁয়ায় অ‌লেী‌কিক শিহরণ জা‌গে।


ম‌নের প্র‌তি‌টি ভাঁ‌জে কী খেলা ক‌রে

দে‌খি আ‌মি অবলীলায়।তাও যখন

মুচ‌কি হেসে ব‌লো, "আ‌মি অথই"

ভা‌বি, সৃষ্টি‌কে কতটাই বা চি‌নি?


তবু বল‌তে পা‌রি,ই‌চ্ছে কর‌লে

পাথরে তোমা‌র সৃষ্টি কর‌তে পা‌রি

নি‌টোল নির্মল রূপ,তারপর হয়‌তো

ব‌লে উঠ‌বো, "মাতৃরূ‌পেণ সং‌স্থিতা!"