সভ্যতার যাতনায়
নিধুভূষণ দাস
ফিকে নীল চাঁদোয়ায় সাদা ছোপ
এখানে ওখানে,জ্যৈষ্ঠের দুপুরে
তাপবিদ্ধ মাটি ও বাতাস
দহনে কাবু ঘাস ফুল পাতা।
অস্থির পাখিসব ঠোঁট খুলে হাঁফায়
এক ফোঁটা জল নেই তেষ্টায়
সকাল বিকাল নলবাহী জলের
অপচয় নির্বোধ মানুষের চোখ এড়ায়।
শিলিগুড়ি শহরের নদীগুলি নর্দমা
সভ্যতার যাতনায়, বিবেক ঘুমিয়ে
আছে স্বার্থের কোলে,লেলিহান উত্তাপ
দার্জিলিঙের পাহাড় চূড়া ছুঁয়েছে।
কর্তারা চুপচাপ,ভোট বড়ই বালাই
প্লাস্টিক চারদিকে,হাটে-বাজারে
নর্দমায় নদীতে,শিল্পের স্বার্থ দেখা
সভ্যতার দায়, তাই।
অবুঝ কর্তারা,অশুদ্ধ উচ্চারণে
মন্ত্র পাঠ করা পুরুহিতের মতো,
শুধু শিল্পায়নের বাণী আওড়ায়,
দূষণে চুপচাপ,ভোট বড়ই বালাই।
ওদের টাকার গরমে উষ্ণায়ণ বাড়ে
এসি,গাড়ি,ফ্রিজ দূষণ ছড়ায়
নৈশ সংস্কৃতির বিস্তার আমোদ ও
আয়ের নতুন পথ বাৎলায়।
সভ্যতা জীবনযন্ত্রনা বাড়ায়।