বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

আমার  মা 

নিধুভূষণ দাস 

চেনো  তুমি  মাকে আমার ?
না তো ,কে  তিনি ?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড়  ছায়ায়।

একা একা  আছেন তিনি নিজের মতন
উপনিষদের  ঋষিরা যেমন  ধ্যানমগ্ন
তপোবনের  সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।

অভিমানিনী  যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে। 

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪



তাকাও নদীটির দিকে 

নিধুভুষণ দাস 

নদী বললো  যাবো  সাগরে
পাহাড় বললো দিবো জল অবিরাম
পর্বত -কন্যা তাই ছিলো বেগবান

বরফ আজও আছে পাহাড় চূড়ায়
তার জল আজও বয় ,অন্যধারায়
পার্বতীর  তাই নেই সেই উচ্ছ্বল প্রাণ

এমন হতেই পারে ,তাকাও
জলহীন নদীটির দিকে ,ভাবো
তার কথা যে রাখেনি  কথা

জীবন  এমনই ,মিথ্যে হয় ভালোবাসা
তাকাও,দ্যাখো নিষ্ফল  নদীটিরও আশা

বুধবার, ২ জুলাই, ২০১৪




সে আসবে ফিরে 

নিধুভুষণ  দাস 


আমি বললাম, সে আসবে 
আগামী বসন্তে ,প্রজাপতি হয়ে 
তুমি একদিন  গেয়েছিলে 
"অভি...না যাও ছোরকে 
দিল অভি ভরা নেই" কিংবা 

"জানেওয়ালে তো একদিন 
চলে হি যায়েগা। "
ভাবোনি  সেদিন 
চলে যায় যে ফিরে আসে সে-ই  
অন্যভাবে,অন্যবেশে।

ফুটবে যখন নতুন গোলাপ 
বাগানে  তোমার ,দেখবে কতো 
প্রজাপতিদের, গাইছে গান 
ফুলেদের কানে কানে,ভাববে তখন 
জানেওয়ালে এই তো আমার।