রবিবার, ২ জানুয়ারী, ২০২২

সেই পলাশ-রাঙা রাজপথ

 সেই পলাশ-রাঙা রাজপথ

নিধুভূষণ দাস


সেদিনও রাজপথ পলাশ-রাঙা ছিল

আকাশ ছিল আলোয় উজ্জ্বল

সেইদিনই সবুজ বাংলায় রক্তলাল 

সূর্য উঠেছিল,মনে পড়ে?


ইডেনের সামনে তুমি আর আমি

চোখে শঙ্কা, ঠোঁট কাঁপছিল,

বলেছিলে, কী জানি কী হয়!

ভাবলাম শুধোই,সূর্যোদয়ে কেন ভয়?


এইমাত্র আজিমপুরের এই পথে

নতুন পতাকা হাতে অজস্র মানুষের

মিছিল গেল স্লোগান মুখর:

"তোমার  আমার ঠিকানা

 পদ্মা-মেঘনা-যমুনা"।


সেদিন টিএসসি-তে তুমি গেয়েছিলে

"আমার সোনার বাংলা", আজ এই

সোনার পতাকায় ভয় পেলে চলে?

চলো যাই,রমনার রেস্তোরাঁয়।


কফি কাপে চুমুক দিয়ে বললে,

ঝালকাঠি  ফিরে যাবো কাল

দেখা হবে হয় যদি নতুন সূর্যোদয়।


দেখা হয়েছিল লবন হ্রদে, উদ্বাস্তু শিবিরে

বিজয় এলো মুক্তিযুদ্ধে,আবার গাইলাম

আমরা "আমি কি ভুলিতে পারি আমার 

ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"?


বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে

ব্ল‍্যাক কফি হাতে দুই প্রৌঢ় বসে 

আছি মুখোমুখি,অবসরে।

মনে পরে সেদিনের রমনার কফি?





রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

মল্লিকা, শোন

 মল্লিকা, শোন

নিধুভূষণ দাস


মল্লিকা,শোন,কাঠমল্লিকা আমার কম

প্রিয় নয়।তোমরা গোলাপকে ফুলের 

রানী বল।ধানের আলে,পথের ধারে

অযত্ন লালিত লজ্জাবতী কম কিসে?


কেয়ার রূপ-গন্ধ রানীকে হার মানায়

বাঁশ ঝাড়ে আপন মনে ফুটে ওঠা 

খারকোন ফুল রানীর চেয়ে

অধিক লাল। তোমায় বলি,আমার

প্রিয় জলে-ভাসা শাপলা আর

কচুরিপানার ফুল। আহ্ ,কী অপরূপ!


তোমরা মজে আছো তাজমহলের রূপে

আমার প্রিয় জব্বলপুরের ভারসাম্য শিলা।

ভেদাঘাটে নর্মদা তীরের মার্বেল পাহাড়

দেখে এসো। আহ্,জোছনা রাতে স্নিগ্ধ

আলোয় কী অপরূপ জগন্ময়ের ভাস্কর্য!



মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

যখন বয়স আটষট্টি

যখন বয়স আটষট্টি

নিধুভূষণ দাস

 

যখন বয়স আটষট্টি, ভাটিতে সাঁতার কাটি

শুরুতেই শেষ জানি, উজানে অনাগ্রহী

পুরুষের প্রেরণায় প্রকৃতির অন্বেষায় চলি

 

শৈশবে সামুদা বর্ষায় ডিঙ্গি ভাসাতো

 খালের ভাটিতে,চলে যেতাম আদিগন্ত

মাঠে,যেখানে হাসতো সাপলা,দুলতো 

আমনের গাঢ় সবুজ মাথা 

দেখতাম মাছেদের আনন্দ উচ্ছ্বাস

এই বুঝি অসীমে আনন্দমেলা!

 

হিমালয় থেকে নেমেছি দুর্জয় বেগে

ভেঙ্গেছি পাথরের বাধা

আমি তোমাদের কেউ নই

আমি পুরুষের ইচ্ছায় চলি

যদিও তোমরা বল আমি নদী

 

্আমি সাগরমুখি যাত্রী

তোমরা আমার গলা টিপে ধরো

আমি মানি না কোনো মানা

আমার চরে বসাও বসত

আমার পথে তৈরি কর বাঁধ

আমি চলি আপন মনে অন্য পথ বেঁধে

 

আমি ভাটিতে চলি,উজানে অনাগ্রহী

প্রকৃতির বিশালতায় লীন হবো বলে ছুটি

যখন আমি আটষট্টি, পুরুষ আমাকে

 নিয়ে যাচ্ছে সমাপ্তির আশ্রয়ে

যেখানে শুরু সেখানেই হারিয়ে যেতে