শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার

 জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার

নিধুভূষণ দাস



ভাল আছ তোমরা পূর্বগামী পূর্বজ

উপণিষদ যুগের নিসর্গ নিয়মে

অন্তহীন আকাশের অসীমে লীন হয়ে।


বিবর্ণ নিখিলে ধর্মনাশী সময়ে

জল-বায়ুর ধর্ম গেছে 

আমাদের ছড়ানো দূষণে।

সমাজও হয়েছে হিংসাধ্বস্ত

ক্ষমতার অশ্লীল আস্ফালনে।


আমি কি পারিনা ছড়াতে

একমুঠো শুভাশিস এই প্রাতে!


পারছি কই এই ধর্ম-বিভ্রান্তির

অন্ধকার সকালে?


ফুল বাগানের ওপারে

তোমাদের উঠোনে

কার্তিকের জ‍্যোৎস্নায়

বসতে পারে না কি

রূপসী বাংলার কবিতা

পাঠের আসর?


কই দেখিনা তো!


আমি যে আমার মতো

পারিনা ভাবিতে,চলিতে,বলিতে

জীবিত মা-বাবার স্মৃতি তর্পনে

 প্রজ্ঞার আতিশয‍্যে মস্তক মুণ্ডন

স্বেচ্ছায় করি আরোপিত ভাবনায়।


আমি জ‍্যোৎস্নায়ও দেখি ঘোর অন্ধকার।


শনিবার, ৮ জুলাই, ২০২৩

আ‌লোয় ভরা আগামী দিন

 ‌আ‌লোয় ভরা আগামী দিন

নিধুভূষণ দাস


বি‌কেল এ‌লো মুচ‌কি হে‌সে

শীতলক্ষায় সূর্য ডুব‌তে

গাঁ‌য়ের বধূ নদীর প‌থে জল‌কে চ‌লে

একটু প‌রে চণ্ডীতলায় কীর্তন হ‌বে

ঝিঁ‌ঝিরা সব সঙ্গত কর‌বে

বি‌কেল মা‌নেই হাল্কা জীবন।


ষাট ছুঁইছুঁই ম‌নির এখন মজার সময়

না‌তিনাতনীর কোলাহ‌লে মালা জপ‌ছে

আপন ম‌নে,কৈ‌শো‌রের সখার স‌ঙ্গে‌

ভাব জ‌মে‌ছে নতুন ক‌রে,ফি‌রে গে‌ছে

চালতাতলার ভালবাসার দিনগু‌লি‌তে।


বি‌কেল মা‌নেই সু‌খের সময়

ইচ্ছা পূর‌নের সেরা সু‌যোগ

নতুন দি‌নের অ‌পেক্ষা

আ‌লোয় ভরা আগামী দিন।







শুক্রবার, ৩০ জুন, ২০২৩

নারায়ণী নমোহস্তুতে

 নারায়ণী নমোহস্তুতে

নিধুভূষণ দাস


চলে যাবো আশ্বিনেই, কোনো এক

বৃহস্পতিবারের উদীচী কালে

মহাকাল তোমাকে দিয়ে যাবো অর্ঘ।


 বাগানে ফোটে অপরাজিতা,জবা ও মল্লিকা

পূজা সেরে চলে যাবো 

বলে যাবো নারায়ণী নমোহস্তুতে।


 বসুধা তোমার উষ্ঞতা বাড়ছে ক্রমে

দাবদাহে অস্থির জীবন

যন্ত্রে মিলছে সাময়িক উপশম।


দিকে দিকে দাবানল,ঘন ঘন 

সাগরজ ঘূর্ণীঝড়

 প্রযুক্তি পরাজিত প্রলয়ের কাছে।


কোভিডেরা ছেড়েছে তুষারশয‍্যা

ভয়ঙ্কর দৈত‍্যদের শীতঘুম ভেঙ্গেছে

মেরুদেশে গলছে বরফ।


থাকবে মানবাসুর,চলে যাবো আমি

বলে যাবো: নমস্তস্যৈ নমো নমঃ

আত্মলীনা প্রকৃতিস্বরূপা দেবী।